নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের সঙ্গে দোস্তানি করে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করতে চায়। আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদকে প্রতিহত করে চলছে। জঙ্গি প্রতিহত করেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে যেতে চায়।
শুক্রবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি গত নির্বাচন করতে সাহস পায়নি। পরিবহনে আগুন দিয়ে, পেট্রল বোমা মেরে শ্রমিক-জনতা হত্যা করেছে। জাতীয় পতাকা পুড়িয়েছে। মসজিদ-মন্দিরে আগুন দিয়েছে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য শামীম ওসমান প্রমুখ।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/আরাফাত