বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, ব্যাংক আমানতের ওপর অতিরিক্ত আবগারী শুল্ক বাড়ানো এবং সঞ্চয়পত্রের সুদের হার কমানোর প্রস্তাব পুরো বাজেটকেই প্রশ্নবিদ্ধ করেছে। তারা অবিলম্বে এ দুটি সিদ্ধান্ত প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, মাত্র এ দুটি সিদ্ধান্তের কারণে সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েছে, জনমুখী বিশাল বাজেটকে প্রশ্নবিদ্ধ করেছে।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সরকারি দলের মুহিবুর রহমান মানিক, সুবিদ আলী ভূঁইয়া, এ কে এম ফজলুল হক, ফজিলাতুন নেসা ইন্দিরা, অনুপম শাজাহান জয়, কবি কাজী রোজী, মকবুল হোসেন, নুর জাহান মুক্তা, এম এ মালেক, ফিরোজা বেগম চিনু, বিরোধী দল জাতীয় পার্টির শওকত আলী ।
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ব্যাংক আমানতের ওপর শুল্কহার বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করতে হবে এবং সঞ্চয়পত্রের সুদের হার হ্রাসের প্রস্তাবও প্রত্যাহার করতে হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করে বলেন, মাত্র দুটি সিদ্ধান্তের কারণে সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েছে, জনমুখী বিশাল বাজেটকে প্রশ্নবিদ্ধ করেছে।
ফিরোজা বেগম চিনু বলেন, লাখপতিদের থেকে কর না নিয়ে কোটিপতিদের কাছ থেকে অধিক হারে কর আদায় করলে সরকারের রাজস্ব আদায় কয়েকগুণ বৃদ্ধি পাবে।
বিরোধী দলের শওকত আলী বলেন, চালের ভরা মৌসুমেও দাম দ্বিগুণ। মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। ব্যাংকে আবগারী শুল্ক বৃদ্ধি এবং সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ফলে ঢাকা শহরের ৯০ ভাগ মানুষ বিপক্ষে চলে গেছে। কিন্তু মুখ দিয়ে কেউ বলে না। ঢাকায় ১৮ টা সিট, ১ টা সিট পাবেন কি না আমার সন্দেহ আছে। এটা এনালিসিস করার চেষ্টা করেন। ফাঁকা বুলি দিয়া ভুলানোর চেষ্টা কইরেন না।
মুহিবুর রহমান মানিক ব্যাংক আমানতের ওপর আরেপিত শুল্কহার হ্রাসের দাবি জানিয়ে বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি ক্ষমতায় আসতে সহায়ক সরকারের স্বপ্ন দেখছে। কিন্তু তাদের ক্ষমতায় আনতে লতিফুর মার্কা কোন সহায়ক সরকার আর কোনদিন আসবে না। তিনি হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তির দাবি জানান।
প্রস্তাবিত বাজেটকে ‘জনমুখী ও কল্যাণকর’ উল্লেখ করে সরকারি দলের সংসদ সদস্য মেজর জেনারেল (অব,) সুবিদ আলী ভূঁইয়া বলেন, ব্যাংকিংখাতে যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া দরকার। ঋণ অবলোপনের চেয়ে ঋণ আদায়েই ব্যাংকারদের সচেষ্ট হতে হবে। সরকারি দলের নুর জাহান মুক্তাও ব্যাংক আমানতের ওপর আবগারী শুল্ক বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মাত্র এ দুটি সিদ্ধান্তের কারণে সরকারের জনমুখী বিশাল বাজেটকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপি এখন ডেডহর্স। অতীত অগ্নিসন্ত্রাস ও কৃতকর্মের কারণে তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। এই ডেডহর্স নিয়ে বেশি খোঁচাখুচি করলে বরং গন্ধই বেরুবে।
শিরোনাম
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
'মাত্র দুটি সিদ্ধান্ত বাজেটকে প্রশ্নবিদ্ধ করেছে'
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর