চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মশক নিধনের দুই মাসের ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে। আজ সোমবার বিকালে নগরীর জামালখান ওয়ার্ডের আসকার দীঘির দক্ষিণপাড়ের অস্থায়ী বাজারে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নালায় মশার ওষুধ ছিটিয়ে কর্মসূচি উদ্বোধন করেন।
'আপনার আঙ্গিনা পরিস্কার রাখুন, মডেল সিটি বিনির্মাণে শামিল হোন’- শীর্ষক মশক নিধন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। সিটি মেয়র বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করতে সাড়ে চার কোটি টাকার ওষুধ সংগ্রহ করেছি আমরা। ৪১টি ওয়ার্ডে আমরা মশক নিধনের ক্রাশ শুরু হয়েছে। চিকুনগুনিয়া খুবই কষ্টকর একটি রোগ। তাই এ রোগ প্রতিরোধ করা জরুরি। এ লক্ষ্যে নগরবাসীকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। পর্যাপ্ত লিফলেট ছাপানো এবং মাইকিং শুরু করেছি।
তিনি বলেন, এডিস মশা নির্মূল করতে নগরবাসীকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ বাসা-বাড়ির আঙিনায় ডাবের খোসা, পুরোনো টায়ার, ভাঙা তৈজসপত্র, ফুলের টব, বাথটবে স্বচ্ছ পানি তিনদিন পর পর পরিস্কার করতে হবে। এ ব্যাপারে সকলকে উদ্যোগী হতে হবে।
মেয়র বলেন, চসিক নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পাঁচ মাস মশার ওষুধ ছিটিয়ে থাকে। এবার ঢাকায় চিকুনগুনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় জুলাই-আগস্ট দুই মাসের ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। চিকুনগুনিয়া ও ডেঙ্গুর বাহক এডিস মশা। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া ঝুঁকি এড়াতে আমাদের সতর্ক থাকতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার