চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকায় প্রস্তাবিত ১১ দশমিক ৪৮ একর জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। আজ দুপুরে চিটাগাং গ্রিন অ্যাপারেলস জোনের নির্ধারিত জায়গা পরিদর্শন কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ স্থাপনা দেখতে পান। অ্যাপারেলস জোন তৈরিতে দীর্ঘ সূত্রতার কারণ অনুসন্ধান করতে মেয়র নিজেই এলাকাটি পরিদর্শন করেন।
চসিক সূত্রে জানা যায়, মেয়রের পরিদর্শনের সময় এ জায়গায় মোহরা ত্রিরত্ন সমবায় সমিতি নামে একটি বৌদ্ধ সংগঠনের ভাবনা কেন্দ্র প্রায় ১০ গন্ডা এবং খানকায়ে গাউসিয়া নামে ইউনুছ ফকিরের আওলাদ মোহাম্মদ মুছা ও তার পাঁচ ভাই প্রায় এক ২০ গন্ডা দখল করে কিছু স্থাপনা তৈরি করে। এ ছাড়া এ জোনের জায়গায় আছে কিছু মামলা।
পরিদর্শনকালে মেয়র দখলদারদের বিষয়ে খোঁজ নিয়ে, তাদের সঙ্গে যোগাযোগ করে মতামত উপস্থাপন করতে নির্দেশ দেন। একই সঙ্গে সেখানকার সড়কগুলোর উন্নয়নে প্রকল্প গ্রহণের জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন।
জানা যায়, গ্রিন অ্যাপারেলস জোন গড়ে তুলতে বিজিএমইএ’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চসিক। নকশা তৈরি হওয়া সত্ত্বেও নানা জটিলতায় উক্ত অ্যাপারেলস জোন নির্মাণ কার্যক্রম শুরু করা হয়নি। ১৯৮৯ সালের ২৯ নভেম্বর সিডিএ থেকে এ জায়গা লিজ দলিলমূলে গ্রহণ করে চসিক। দীর্ঘদিন ধরে জায়গাটি অব্যবহৃত থাকায় মেয়র পরিকল্পিত নগরায়ন গড়তে বিজিএমইএ’র সঙ্গে চিটাগাং গ্রিন অ্যাপারেলস জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার