রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি স্বর্ণালঙ্কার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এসময় দুজনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে এই অভিযান চালানো হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, বায়তুল মোকাররম এলাকার একটি স্বর্ণের দোকানে চোরাচালানের স্বর্ণগুলো বিক্রির জন্য মজুদ করছিল তারা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন মোট ১৪ কেজি। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধারা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৭/আরাফাত