সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ বাগেরখাল গ্রামের মোবারক আলীর ছেলে বিলাল হোসেন (২২)। তিনি লেগুনা চালক ছিলেন। অপর নারীর পরিচয় জানা যায়নি।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া হরিপুরগামী একটি লেগুনা (সিলেট ছ-১১-২১৯৮) ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-২৩৭০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনাচালক বিলাল নিহত হন। গুরুতর আহত অবস্থায় এক নারীকে ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জৈন্তাপুর থানার সেকেন্ড অফিসার ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত নারীর পরিচয় এখানো নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৭/আরাফাত