রাজধানীর শ্যামপুরে সন্ত্রাসীদের গুলিতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী ও তার সোর্স মৃদুল আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামপুর এলাকায় অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী ও তার সোর্স মৃদুল আহত হন।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৭/আরাফাত