রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রাইভেট কারের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত সেই বৃদ্ধের নাম হরিদাস ঘোষ (৬০)।
রবিবারকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. আবু রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গবন্ধু এভিনিউয়ে রাস্তা পারাপারের সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেট কারের ধাক্কায় পথচারী হরিদাস গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিক উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই আবু রাশেদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেট কারটি আটক করা হয়। তবে এর চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন / ১২ আগস্ট, ২০১৭ / তাফসীর