দুবাই থেকে আসা আবুল মনসুর নামে এক যাত্রীর দেহ তল্লাশী চালিয়ে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। রবিবার শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশী চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনসুরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৭/মাহবুব