চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সেন্ট প্ল্যাসিডস স্কুলের লাইব্রেরিতে আলমারি চাপা পড়ে জয়দীপ দত্ত (১১) নামে এক ছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। জয়দীপ ওই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি ফিরিঙ্গিবাজার এলাকার হাজী কলোনির দেবাশীষ দত্তের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুপুরে লাইব্রেরিতে পড়তে যায় জয়দীপ। এসময় একটি আলমারি কাত হয়ে এসে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৭/আরাফাত