রাজধানীর বনানী রেলস্টেশনের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (২৭) এক ব্যক্তি মারা গেছেন। আজ ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ পরিদর্শক (এএসআই) রাশেদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে বনানী রেলস্টেশনের দুইশ’ গজ দক্ষিণে রেললাইনে একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়। তার পরনে ছিলো কালো প্যান্ট ও গামছা।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৭/হিমেল