বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের লাইন রোডের সামনে এক সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল ধর্ম রক্ষিনী সভার সভাপতি রাখাল চন্দ্র দে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি। অনুষ্ঠানের উদ্ধোধন করেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম রক্ষিনী সভার সাধারন সম্পাদক মৃনাল কান্তি সাহাসহ অন্যান্যরা।
এর আগে রাম কৃষ্ণ মিশন আশ্রম এবং বিভিন্ন সংঘ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণাঢ্য র্যালি এসে সমাবেশে যোগ দেয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালির উদ্ধোধন করেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএম কলেজ রোডের রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হয়।
এছাড়া দিনটি পালনে নগরীর ধর্মসভাগুলোতে দিনব্যাপি পদাবলী পাঠ, কীর্তন, গীতা ও ভগবত পাঠের আয়োজন করা হয়। র্যালি-সমাবেশসহ জন্মাষ্টমীর সকল অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৭/হিমেল