ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের দেওয়া রায়ের পর বিএনপিকে লক্ষ্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মন্তব্যের জবাবে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন যে, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিএনপিকে গর্ত থেকে তোলার ব্যবস্থা হয়েছে। অর্থাৎ তারা যে আইনের শাসন মানেন না- এটা তার বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে। রিজভী বলেন, বিএনপি গর্তের মধ্যে থাকবে কেন? গণতন্ত্র যদি থাকে একদল সরকারে থাকবে, আরেক দল বিরোধী দলে থাকবে। আবার নির্বাচন হবে বিরোধী দল সরকারি দল হবে জনগণ যদি তাদের সমর্থন করে। সরকারের উদ্দেশে তিনি বলেন, তারা পাগলের প্রলাপ বকছেন- হায় হায়, তাদের এতোদিনে যে মসনদ, তাদের এতোদিনের যে শাসন, সেই শাসন বোধহয় এবার ওলোট-পালোট হওয়ার উপক্রম হয়েছে। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব বলেন।
রিজভী বলেন, ক্ষমতাসীনরা জোর-জবরদস্তি করে ষোড়শ সংশোধনী বাতিলের রায় পাল্টানোর চেষ্টা করছেন। আমরা শুধু এটুকুই বলতে চাই, অন্যায়ভাবে, জোর করে, জবরদস্তি করে যে কাজ করানোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের যে হুমড়ি-তুমড়ি ও রাগে-ক্ষোভে দুঃখের যে তৎপরতা আমরা দেখছি ক্রমাগতভাবে। এটা আর চলবে না, সেদিন শেষ হয়ে গেছে। স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে পার্টি অফিসের সামনে থেকে নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকার মনে করেছে যে, রায় পাল্টে যাবে বা আরো অনেক কিছু হবে, আপনাদের দুঃশাসন অব্যাহত থাকবে- এ সম্ভাবনা একেবারে কম।
সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে বিএনপির যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার