ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল, সেই নরপশুরা আবার ষড়যন্ত্র শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা ভাবছে প্রধানমন্ত্রীকে হত্যা করতে পারলে এদেশ পাকিস্তানীদের কাছে বিক্রি করতে পারবে। কিন্তু এটা আর সম্ভব না, কারণ এদেশের স্বাধীনতাপক্ষের মানুষ এখন অনেক শক্তিশালী। তাই ষড়যন্ত্রকারীদের বৃথা চেষ্টা না করার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য।
মঙ্গলবার ডেমরার পাড়াডগাইর মুরগীরফার্মের মোড়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এতে প্রধান বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
সভায় এমপিপুত্র মশিউর রহমান মোল্লা সজল বলেন, শোক দিবসে আজকে আমাদের জঙ্গীবাদ-সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে ঘাতকরা জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। একই ঘাতকরা বর্তমান আওয়ামী লীগ সরকারের দৃশ্যমান উন্নয়নে হিংসায় জ্বলে পুড়ে এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র করছে। তাই সর্বদা তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদ দিলুর সভাপতিত্বে এবং এনামুল ইসলাম এনামের পরিচালনায় শোক দিবসের আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল খান, মাসুদুর রহমান মোল্লা বাবুল, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, যুবলীগ নেতা ফারুক আহমেদ, জামাল উদ্দিন পাটোয়ারী, জনি, মিন্টু, রাজিব ও আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগ নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৭/মাহবুব