রাজধানীর দারুস সালামে জঙ্গি আস্তানার অভিযান 'হাউস ক্লিয়ারিং রেল' আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। সকালে পুণরায় অভিযান শুরু করবে র্যাব। এখন রাতের আধারে আমরা ভবনের ভেতরে প্রবেশ করতে চাইনি তারা। তবে জঙ্গি আস্তানাটি কর্ডন করে রেখেছে র্যাব।
মঙ্গলবার রাত পৌনে ১২টায় ঘটনাস্থলের পাশে বিফ্রিং র্যাবের মিডয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ অভিযান স্থগিত ঘোষণা করেন।
তিনি বলেন, আত্মসমর্পণের জন্য জঙ্গিদের সঙ্গে বিভিন্নভাবে নেগোসিয়েশন করেছি। একটি পর্যায়ে এসে তারা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আত্মসমপর্ণ করবে বলে জানিয়েছিলো। পরবর্তীতে আবার যোগাযোগ করা হলে জঙ্গিরা ফের ৩০ মিনিট সময় চায়। সেই ৩০ মিনিট পার হওয়ার পর আত্মসমর্পণ না করে রাত প্রায় ১০টার দিকে পরপর ৪টি বড় বোমার বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা।
তিনি আরও বলেন, এই বিস্ফোরণের ফলে জঙ্গিদের অবস্থান স্থল ৫ তলায় আগুন ধরে যায়। এটা 'কেমিক্যাল ফায়ার' হবে বলে ধারণা করছে র্যাব। এই ঘটনায় র্যাবের চার সদস্য বোমার স্প্রিন্টারে আহত হন। জঙ্গি আস্তানার ভেতরে বিস্ফোরণ থেকে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
মুফতি আরও জানান, স্প্রিন্টার বিদ্ধ হয়ে র্যাবের চার সদস্য আহত হয়েছেন। আহতরা নিরাপদ আছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বিস্ফোরণ এবং আগুন নেভার পর ভেতরে জঙ্গিরা কোন অবস্থায় আছে তা বরা যাবে। আগুন নেভার আগ পর্যন্ত ভেতরের কিছু বলা সম্ভব নয়। অভিযান 'হাউস ক্লিয়ারিং রেল' শেষে বুধবার বাকিটা জানানো হবে।
জঙ্গিরা বেঁচে আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ খান বলেন, এখন ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করবেন ওখানে। এরপর আইনের ধারা মোতাবেক তল্লাশি চালিয়ে সব খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার রাত সাড়ে ১২টা থেকে ঘিরে ফেলা হয় রাজধানীর মিরপুরের মাজার রোডে বাঁধন সড়কের বর্ধনবাড়ি এলাকার ভাঙ্গাওয়াল গলির ছয়তলা বিশিষ্ট একটি বাড়ি। বাড়িটিতে দুই স্ত্রী, সন্তান ও সহযোগীসহ দুর্ধর্ষ জঙ্গি আব্দুল্লাহ অবস্থান করছেন বলে জানিয়েছেন র্যাব। সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরকও মজুদ করে রাখা হয়েছে বলে জানা গেছে।
বাড়িটিতে মোট ২৪টি ফ্ল্যাট রয়েছে। তবে এরই মধ্যে নারী ও শিশুসহ সব বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এর আগে বাড়িটির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এছাড়া টেলিফোন, ডিস ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
বিডি-প্রতিদিন/ ৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর