চট্টগ্রাম বন্দরে এসেছে চারটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনসহ ৪৬টি হ্যান্ডলিং উপকরণ। শুক্রবার দুপুরে বন্দরের এনসিটি ইয়ার্ডে নতুন যন্ত্রপাতিগুলো দেওয়া হয়।অন্যদিকে, শুক্রবার সকালে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান দেশের প্রধান সমুদ্রবন্দরের সম্প্রসারণের অংশ হিসেবে 'পতেঙ্গা কনটেইনার টার্মিনাল' (পিসিটি) এর ভিত্তি স্থাপন করেছেন। পতেঙ্গার বিমানবন্দর সড়কের পাশে আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন মন্ত্রী।
পতেঙ্গা কনটেইনার টার্মিনালে তিনটি কনটেইনার জেটি, একটি ডলফিন জেটি, ৪২০ মিটার দীর্ঘ ফ্লাইওভার, ছয় লেনের সড়কসহ অবকাঠামো নির্মাণকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে। আগামী ১৫ দিনের মধ্য কাজ শুরু করা হবে বলে জানা যায়।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড। এটি জমাট বেঁধে ছিল, রক্ত সঞ্চালন হচ্ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের হৃদপিণ্ডে অপারেশন করেন, সচল রাখেন। তিনি প্রমাণ করেছেন রাষ্ট্র পরিচালনায় তিনি দক্ষ ও অভিজ্ঞ। দক্ষ চালকের হাতে যেমন দুর্ঘটনা কম ঘটে, তেমনি দক্ষ রাষ্ট্রচালকের ক্ষেত্রেও।
তিনি আরও বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে হবে। নির্বাচনে এসে প্রমাণ করেন জনগণ আপনাদের পক্ষে। কিন্তু বিএনপি জামায়াতের পেট্রল বোমা, নিপীড়ন-নির্যাতনের কারণে জনগণ শেখ হাসিনার পক্ষে।
বন্দরে ৪৬ উপকরণ:
বন্দরে সংগৃহীত যন্ত্রপাতির মধ্যে আছে প্রতিটি ১৩ কোটি ৯৫ লাখ টাকার চারটি চীনের তৈরি আরটিজি ক্রেন, ৬ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা মূল্যের চারটি ফোর হাই স্ট্র্যাডেল ক্যারিয়ার, ৩ কোটি ৯৮ লাখ ৩১ হাজার টাকার চারটি পোল্যান্ডের লোডেড কনটেইনার হ্যান্ডলিং রিচ স্টেকার, ২ কোটি ২০ লাখ ৮ হাজার টাকার চারটি চীনের খালি কনটেইনার হ্যান্ডলিং ফর্কলিফট ট্রাক, ২ কোটি ৯৪ লাখ ১৯ হাজার টাকার পাঁচটি চীনের কনটেইনার মোভার, ৯১ লাখ ৯৯ হাজার টাকার চারটি ফ্রান্সের টেলি হ্যান্ডলার, ২৭ লাখ ১৩ হাজার টাকার পাঁচ টন ক্ষমতার চীনের ১০টি ট্রাক, ২৮ লাখ ৭৮ হাজার টাকার ১০টি চীনের পাঁচ টন ক্ষমতার হাই মাস্ট ফর্কলিফট ট্রাক এবং ৬ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার একটি জার্মানির লগ হ্যান্ডলার।
বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত