টানা ভারী বৃষ্টিপাতের কারণে ডুবে গেছে রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক। জলাবদ্ধতার কারণে সড়কে কমে গেছে যানবাহন। একদিকে বর্ষণ আর জলাবদ্ধতা, সেই সাথে রাস্তার খোঁড়াখুড়ি, পাশাপাশি যানবাহন সংকটের কারণে চরম দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজ ও কর্মস্থলগামী মানুষ।
সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে অবিরাম বর্ষণের কারণে রাজধানীর মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, জিগাতলা, মিরপুর, কুড়িল বিশ্বরোড, নর্দাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
মিরপুর ১০ নম্বর
টানা এই বর্ষণ ও জলাবদ্ধতার কারণে পথচারী এবং যানচলাচলে চরম বিড়ম্বনার সৃষ্টি হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের সৃষ্ট গর্তে পড়ে গাড়ি-রিকশা আটকে যায়। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের।
মিরপুর ১০ নম্বরে গিয়ে দেখা গেছে, ছোট-বড় গর্তে পড়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে অনেক যানবাহনের। হাটু পানিতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজ ও কর্মস্থলগামী মানুষ। কোথাও কোথাও গাড়ির জন্য লম্বা লাইনে দাঁড়িয়েও ফল মিলছে না।
এদিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের চিত্রও অনেকটা একই রকম। বর্ষণের কারণে রিকশাগুলো নড়ছে না। স্বাভাবিক নেই অন্য যানবাহন চলাচলও। গর্তে পড়ে আটকে যাচ্ছে অনেক যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভিন্ন উপায়ে রওয়ানা হতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এই সুযোগে চড়া ভাড়া চাইছেন রিকশাচালকরাও। তাই অনেকে বাধ্য হয়ে হাঁটু পানি ঠেলেই সামনে এগোচ্ছেন।
এ ব্যাপারে আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাজধানীর পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ