চট্টগ্রামে চালের দামে কেবলই উত্তাপ ছড়াচ্ছে। ক্রমেই সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে চালের দাম। বরং ঘোড়দৌঁড় ভর করেছে চালের মূল্যে। গত দুইদিনে প্রতি বস্তা (৫০ কোজি) চালের দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে নিয়ন্ত্রণের মধ্যে আছে সবজি ও মুরগির দাম। ফলে বাজারে ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি বিরাজ করছে।
চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে খোঁজ নিয়ে জানা যায়, দুদিন আগে বাজারে প্রতিবস্তা ভারতীয় আতপ চাল বিক্রি হয়েছে ২০৮০ থেকে ২১০০ টাকা, কিন্তু শুক্রবার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ২২৫০ থেকে ২৬০০ টাকা। ২৪০০ টাকার স্বর্ণা চাল এখন বিক্রি হচ্ছে ২৬০০ টাকায়। ২২০০-২৪০০ টাকার মিনিকেট (আতপ) বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৬৫০ টাকা। তাছাড়া প্রতিবস্তা আটাশ বিশি ২২০০ টাকা, দেশি পাইজাম (আতপ) ২১০০ টাকা, নূর জাহান ২৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বক্সির হাটের চাল ক্রেতা আরেফিন আদনান বলেন, ‘প্রতিদিনই বাড়ছে চালের দাম। অথচ সরকারের কোনো মাথা ব্যথাই দেখা যাচ্ছে না। এখন থেকে যদি এর লাগাম টানতে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নেয়া না হয়, তাহলে চালের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কেউ জানে না।’
ব্যবসায়ীরা বলেন, চট্টগ্রামের সাধারণ ব্যবসায়ীদের দাম বাড়ানোর সুযোগ নেই। যেখান থেকে চাল আমদানি করা হয় সেখাই দাম বাড়ানো হয়েছে। এ ব্যাপারে সরকারকেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।’
এদিকে শুক্রবার বাজারে ফার্মের প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ১১০ টাকা। তাছাড়া ব্রয়লার মুরগি ১২৫-১৩০ টাকা, সোনালি ২৩০ টাকা, দেশি মুরগি ৩৬০ টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে, বাজারের অপরাপর সবজির দামও স্থিতিশীল আছে।
শুক্রবার বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২০ টাকা, কাকরল ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, কচুর চারা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বাংলা কধু ৪০ টাকা, ঝিঙে ৪০ টাকা, বেগুন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতি কেজি ইলিশ মাছ ৪০০ থেকে ১০০ টাকা (আকারভেদে) রুই মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া মাছ ১৩০ থেকে ১৮০ টাকা (সাইজভেদে), লইট্রা মাছ ৮০ থেকে ১০০ টাকা, চিংড়ি মাছ ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর