রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুস সালাম নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার শুকুর আলীর ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, কাশিয়াডাঙ্গা এলাকার একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেওয়া ছিল। সকালে ওই এলাকার আবদুস সালাম তার রিকশা আনতে যান। এ সময় বৈদ্যুতিক বোর্ড থেকে সুইচ খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৯ অক্টোবর ২০১৭/হিমেল