রাজধানীর মিরপুর থানায় নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খানসহ দলটির ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আরও রয়েছেন বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব।
২০১৫ সালের ১০ মার্চ বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর মিরপুর এলাকায় নাশকতার অভিযোগের পুলিশ এই মামলা দুটি দায়ের করে।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৭/মাহবুব