প্রাইভেট পড়া হল না শাহেদা আকতার (১৪) ও মুর্শিদা বেগম (১৪) নামের দুই মাদ্রাসা ছাত্রীর। প্রতিদিনের মত আজ সকালেও প্রাইভেটক পড়ার কথা ছিল। কিন্তু ঘাতক ট্রাকের কারণে না ফেয়ার দেশেই চলে গেলেন সেই দুই ছাত্রী। দুজনই রঙ্গিয়াঘোনা ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।
আজ সকালের দিকে চট্টগ্রাম জেলার বাঁশখালীর পৌরসভা-শীলকূপ সীমান্তের রঙ্গিয়াঘোনা মনছুরিয়া বাজার এলাকায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হয়েছেন। তবে উত্তেজিত জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করেছেন এবং পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান থানার ওসি মো. আলমগীর হোসেন।
স্থানীয় বাসিন্দা রাহুল দাশ বলেন, চালক গাড়িটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। রাস্তা পাড় হতে গেলেই সেই ঘাতক ট্রাকটি তরতাজা প্রাণ দুটি কেড়ে নিলো। নিজের চোখে দেখা দৃশ্যটি ভুলতে পারছি না।
বিডি প্রতিদিন/এ মজুমদার