রাজশাহীর মোহনপুর ধোপাঘাটা বাজারে গোপন বৈঠক করার সময় শিবিরের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধোপাঘাটা বাজার এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার আবদুল কাদের (২৩), দোলোয়ার হোসেন (২১), মাসুদ রানা (২২), মোহনপুরের ইসমাইল হক (২২), ফিরোজ কবির (১৮) ও মাজাহারুল ইসলাম (১৬)।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, তারা গোপন বৈঠক করছিল খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তাদের আটকের পর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন