লেখক ও রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিল স্মরণে আগামী ডিসেম্বরে সম্মাননা প্রদান করা হবে। এ উপলক্ষ্যে তরুণ কবিদের বই জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। বই জমা দেয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।
২০ ডিসেম্বর মাহবুবুল হক শাকিলের জন্মদিন। সেদিনই মাহবুবুল হক শাকিল পদক প্রদান করা হবে। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর এর মধ্যে প্রকাশিত অনূর্ধ্ব ৪০ বছর বয়সী কবির কাব্যগ্রন্থের জন্য ১টি পদক দেয়া হবে। এর অর্থমূল্য হবে ১ লাখ টাকা।
মাহবুবুল হক শাকিলের জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর, টাঙ্গাইলে। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল সিআরআই গঠিত হলে তা পরিচালনার দায়িত্ব পান শাকিল। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। চার বছর পর তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) করা হয়। এরপর ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন শাকিল।
শাকিল নিয়মিত কবিতা লিখতেন। তার প্রকাশিত তিনটি কাব্যগ্রন্থ হলো, 'খেরোখাতার পাতা থেকে', 'মন খারাপের গাড়ি' ও 'জলে খুঁজি ধাতব মুদ্রা'। ২০১৬ সালের ৬ ডিসেম্বর মৃত্যবরণ করেন মাহবুবুল হক শাকিল।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৭/ফারজানা