কালুরঘাট-বহদ্দারহাট রাস্তা নিয়ে প্রচুর কথা হয়েছে। সবাই বলত এ সড়কটির বাবা কে? আজ সড়কের বাবাকে খুঁজে পেয়েছি। ফাদার ইজ হিয়ার। ফাদার অব দ্যা রোড। আজ আ জ ম নাছির উদ্দিনকে সাথে নিয়ে কালুরঘাট-বহদ্দারহাট সড়কের সংস্কার কাজ পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেন সাংসদ মইনুদ্দিন খান বাদল।
সাংসদ মইনুদ্দিন খান বাদল বলেন, এ সড়ক দিয়ে চলাচল দুর্বিষহ ছিল। এ সড়কের সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে। এ বিষয়ে মেয়রের সাথে কথা বলেছিলাম। তিনি কথা দিয়েছিলেন বৃষ্টি বন্ধ হওয়ার পর কাজ শুরু করবেন। এখন দ্রুততার সাথে কাজ হচ্ছে। মিউনিসিপ্যালটি নিজস্ব কোষাগার থেকে টাকা দিয়ে রোডের বর্তমান কাজ করছে।
এসময় মেয়র বলেন, নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে যে পদক্ষেপ ও প্রকল্প গ্রহণ প্রয়োজন তা করেছি। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছি, অনুমোদনও হয়েছে। আরও বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন পর্যায়ে রয়েছে। আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে। এ কারণে পরিকল্পিতভাবে নগরী গড়ে তুলতে পারছি না। আমি বারে বারে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি। সরকারের সহায়তা নিয়ে এ কাজটি আমার যে বাকি সময়টুকু আছে তার মধ্যে করতে পারব এটি আমার দৃঢ় বিশ্বাস।
বিডি প্রতিদিন/এ মজুমদার