চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ রফিকুল ইসলাম (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ স্বর্ণের আনুমানিক মূল্য হচ্ছে ২০ লাখ টাকা।
বৃস্পতিবার বিকালে কোতয়ালি থানার টাইগারপাস মোড়ে সিলভার রঙের একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে আটক করেন বলে জানান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ।
তিনি বলেন, প্রাইভেট কারে করে চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণের বার নেয়া হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালায়। তল্লাশি চালানোর সময় কারের আরোহী রফিকুল নিজেই স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। চারটিতে ৪৬৪ গ্রাম অথবা ৪২ ভরি স্বর্ণের বারের আনুমানিক দাম ২০ লাখ টাকা। তবে এ ঘটনায় কোতোয়ালী থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন