রাজধানীর বংশাল থানাধীন এলাকা থেকে মানুষের কংকাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টায় চাংখারপুলের একটি পুরাতন বাড়ির (বাড়ি নং ৭৮/৩-ক) দুই তলা থেকে দরজা ভেঙে কংকালটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম আকলাক উদ্দিন বাপ্পি (৫২) বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান। তিনি জানান, আকলাক উদ্দিন বাপ্পি ৫/৬ মাস ধরে নিখোঁজ ছিলেন। ওই বাড়িটি তার নিজের। বাড়িটিতে কেউ থাকতেন না।
ওসি আরও বলেন, অসুস্থতাজনিত কারণে আকলাক উদ্দিন বাপ্পির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কংকালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/১৬ অক্টোবর ২০১৭/এনায়েত করিম