রাজধানীর মিরপুরে পশ্চিম কাজীপাড়ার ৭৬০ নম্বর বাড়ি থেকে সোমবার রাতে সাইম দেওয়ান (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ব্লু হোয়েল গেম খেলেই ওই কিশোর আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ সায়েমের ডানহাতে ব্লু হোয়েল গেম খেলার চিহ্ন তিমি মাছ অঙ্কিত দেখা গেছে।
জানা গেছে, আত্মহত্যার আগে সায়েম তার মোবাইল ফোনটি ভেঙে ফেলে। তবে সে আত্মহত্যা প্ররোচনাকারী অনলাইন গেম 'ব্লু হোয়েল' খেলত কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় কেউ। তার পরিবারের লোকজনও বিষয়টি জানেন না।
মিরপুর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, কিশোরের হাতে আঁকা তিমির ছবি দেখে মনে হচ্ছে যে, ব্লু হোয়েল গেম খেলে আত্মহত্যা করে থাকতে পারে। তবে বিস্তারিত জানা যাবে তদন্ত শেষে।
মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদ জানান, 'সায়েম ব্লু হোয়েল খেলত', এমন কিছু আমাদের জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখছি।
বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/ফারজানা