স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় সাভারে স্বামী-স্ত্রীকে দু'জনকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সাভারের সিরামিক্স বাজার এলাকায়।
এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সদস্য কবির হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার ময়নাকে (৩৪) উত্যক্ত করে আসছিলো সিরামিক্স এলাকার আহসান উল্লাহ। এর প্রতিবাদ করায় মঙ্গলবার রাতে সিরামিক্স বাজার এলাকায় কবির হোসেন ও তার স্ত্রী মৌসুমী আক্তার ময়নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বখাটে আহসান উল্লাহ ও তার সহযোগীরা। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৭/মাহবুব