বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার নিলখোলা ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পান শ্রমিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন। বুধবার নীলখোলা এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ট্রাক টরকী বাসস্ট্যান্ড থেকে ভূরঘাটাগামী মাহেন্দ্র আলফাকে ধাক্কা দেয়।
মাহেন্দ্রটি সড়কের পাশে উল্টে গেলে পান শ্রমিক যাত্রী শচীন হাজারী (৫০) নিহত এবং ৩ যাত্রী আহত হয়। শচীন গৌরনদীর টরকীরচর এলাকার যতীন হাজারীর ছেলে।
অন্যদিকে, মহাসড়কের কটকস্থল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৮ যাত্রী আহত হয়। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন জানান, ঘাতক ট্রাক আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/আরাফাত