চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ওমরগণি এমইএস কলেজের সামনের সড়কে গাড়িচাপায় মোহাম্মদ জাহাঙ্গীর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর নগরীর ফরিদার পাড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলায়। তিনি তার বাবার ঠিকাদারি কাজে সহযোগিতা করতেন। তার দুই ছেলে ও একটি মেয়ে আছে।
ঘটনার পর গুরুতর আহত জাহাঙ্গীরকে রাস্তা থেকে উদ্ধার করা এমইএস কলেজের শিক্ষার্থী শেখ মামুন বলেন, সকালে বাসা থেকে বের হয়ে সড়কে জটলা দেখে এগিয়ে যাই। দেখি সেখানে একজন পড়ে আছে। উনার মাথায় আঘাত লেগেছিল। রক্ত বের হচ্ছে। পরে সেখানে থাকা ট্রাফিক পুলিশের সদস্যদের সহায়তায় জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই হামিদুর রহমান বলেন, এমইএস কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মাথা ও হাত থেঁতলে গিয়ে গুরুতর আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার