রাজধানীর রমনা থানার কাকরাইলের একটি বাসায় মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই বাসার গৃহকর্তা আবদুল করিমের স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওন। জানা যায়, সন্ধ্যার পর ওই বাসার দারোয়ান বাইরে এসে চিৎকার করলে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় জানান, ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক নারী পড়েছিলেন। আর ১৯/২০ বছর বয়সী এক তরুণ সিঁড়িতে পড়ে ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার