রাজধানীর রমনা থানার কাকরাইলে মা-ছেলের হত্যার ঘটনায় বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুল করিমকে আটক করেছে পুলিশ। তাছাড়া, ঘটনার পরপরই ওই বাড়ির দারোয়ান ও নিরাপত্তাকর্মীকেও আটক করেছে পুলিশ।
এর আগে বুধবার সন্ধ্যার দিকে কাকরাইলের ওই বাসা থেকে মা ও ছেলের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- ওই বাসার গৃহকর্তা আবদুল করিমের স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওন। জানা যায়, বুধবার সন্ধ্যার পর ওই বাসার দারোয়ান বাইরে এসে চিৎকার করলে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় জানিয়েছেন, ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক নারী পড়েছিলেন। আর ১৯/২০ বছর বয়সী এক তরুণ সিঁড়িতে পড়ে ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার