রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে হত্যার ২৪ ঘণ্টা পার হওয়ার আগে এবার রাজধানীর উত্তর বাড্ডায় বাবা-মেয়েকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের একটি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন জামিল হোসেন (৩৮) ও তার ৯ বছরের মেয়ে নূসরাত। এদের মধ্যে জামিল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এবং নূসরাতকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে একটি বাড়িতে মা ও ছেলে খুন হন।
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর, ২০১৭/মাহবুব