রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় আবু তাহের (৫০) নামে এক পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আজ ভোরে তার মৃত্যু হয়। এর আগে বুধবার রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিলেন। তাহের মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
নিহতের বড় ভাই জানান, যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন তাহের। খিলগাঁও বাজারে পরিচ্ছন্নতার কাজে যাওয়ার জন্য বুধবার রাতে রাস্তা পার হওয়ার সময় বালুভর্তি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক আজ ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অসিম কুমার পাল জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার