বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বরিশালে পুলিশি বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা।। আজ বৃহস্পতিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলসহ অন্যান্যরা।
এর আগে অশ্বিনী কুমার হলের সামনে দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, কোতয়ালী বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, গিয়ার উদ্দিন দিপেন, আসাদুজ্জামান মুক্তা, ওয়াহিদুল ইসলাম প্রিন্স ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন প্রমুখ।
উভয় সংগঠনের বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিএনপি দলীয় কার্যালয়, অশ্বিনী কুমার হল এবং আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর, ২০১৭/মাহবুব