আগামী ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। শুক্রবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
সিপাহী-জনতার বিপ্লব দিবস উপলক্ষে ৫-১৪ নভেম্বর নানা কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে ৮ নভেম্বর বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আরও জানান, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দিবস উপলক্ষে পরদিন ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। এ জন্য আইনশৃংখলা বাহিনীর কাছে অনুমতি চাওয়া হয়েছে। এবার ‘বিপ্লব ও সংহতি দিবস’ জাঁকজমকভাবে উদযাপন করতে বিএনপি ১০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর, ২০১৭/ফারজানা