রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় গভীর শোক ও শ্রদ্ধায় শুক্রবার পালিত হয়েছে ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস। রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছেন।
জেলহত্যা দিবস উপলক্ষে শুক্রবার ভোরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শুরু করা হয় জেলহত্যা দিবসের কর্মসূচি। সকাল সাড়ে ১০টায় সাহেববাজার জিরোপয়েন্টে স্মরণসভার আয়োজন করা হয়। এতে আলোচক ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, প্রবাসী সরকারের গার্ড অব অনার প্রদানকারী এসপি মাহবুব বীরবিক্রম। এর আগে মহানগরীর কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিস্থলে গিয়ে সবাই শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কর্মসূচিতে শহীদ পুত্র ও রাজশাহীর সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জান আসাদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় চার নেতার স্মরণে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছাড়াও মহানগরীর ৩০টি ওয়ার্ড কার্যালয় ও বিভিন্ন মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণস্থানে ভোর থেকে মাইকযোগে কোরআন তেলোয়াত করা হয়েছে।
সকাল ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারীসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা ও শিক্ষকরা পুস্পস্তবক অর্পণ করেন।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ