হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ লাখ টাকার সোনাসহ মুহাম্মদ মিজান আহম্মদ (৪০) নামে এক বিমানযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
মালয়েশিয়া থেকে আসা ওই যাত্রীকে আটকের বিষয়টি শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি জানান, শুক্রবার সকালে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা কুমিল্লার মুহাম্মদ মিজান আহম্মদের শরীর থেকে দু’টি স্বর্ণবার উদ্ধার করা হয়। স্বর্ণগুলো তিনি রেক্টামে বহন করছিলেন। পরে তার হাতব্যাগ থেকে আরও চারটি স্বর্ণের রিং পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দার জিজ্ঞাসাবাদে যাত্রী মুহাম্মদ মিজান আরও জানান, এসব স্বর্ণ আকাশপথে টয়লেটের ভেতরে গিয়ে নিজেই পুশ করেন।
উদ্ধার হওয়া মোট স্বর্ণের পরিমাণ ২৫৮ গ্রাম। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। তাকে চোরাচালানের দায়ে গ্রেফতার দেখানো হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম