জেলহত্যা দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগসহ সমমনা বিভিন্ন সংগঠন। শুক্রবার সকাল ৯টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ।
এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করে আওয়ামী লীগ। এছাড়া বিকেলে জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম