বরিশাল নগরীর ২৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে মহানগর আওয়ামী লীগ তাকে সাময়িক বহিষ্কার করে।
গত বুধবার সকালে নগরীর সাগরদী বাজারের ব্যবসায়ী মো. মামুনকে মারধরের অভিযোগ ওঠে নাজমুল হুদার বিরুদ্ধে। ওই ঘটনায় তাৎক্ষণিক বাজারের সকল ব্যবসায়ী দোকান বন্ধ করে বিক্ষোভ করে। এ ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম হলে বিব্রত হন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল হুদার সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ায় নাজমুলকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় মহানগর আওয়ামী লীগ। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন