‘‘জেগে ওঠো বদলে দাও, দিন বদলের শপথ নাও’’ এই শ্লোগানকে ধারন করে ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আশুলিয়ায় মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪ টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে ওয়ার্কার্স পার্টির আশুলিয়া থানা শাখার কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জামগড়া ফ্যান্টাসী কিংডমের সামনে গিয়ে অবস্থান নিলে পুলিশ তাদেরে সড়িয়ে দেয়। পরে নেতাকর্মীরা পদযাত্রা করে মিছিল নিয়ে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেছে।
এসময় আয়োজিত সমাবেশ থেকে বক্তারা দিন বদলের পদযাত্রাকে সফল করার আহ্বান জানিয়ে ২১ দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে ছাঁটাই নির্যাতন বন্ধসহ শ্রমিক কর্মচারীদের বাঁচার মতো মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও বাস্তাবায়ন, ভূমিদস্যূদের হাত থেকে সরকারী খাস জমি উদ্ধার করে বহুতল শ্রমিক কলোনি নির্মাণ, মহানগরে অধিক সংখ্যক পাবলিক টয়লেট স্থাপন ও বিশুদ্ধ খবার পানি সরবরাহ নিশ্চিতকরণ, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধ, ঢাকার প্রাণ বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষা করা, বিষমুক্ত-ভেজালমুক্ত ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে সরকারি তদারকি, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধসহ অজ্ঞান পার্টির দৌরাত্ব বন্ধ, শিশুদের শারীরিক-মানসিক, মেধা-মনন এর বিকাশ লাভে খেলার মাঠ, খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা, সন্ত্রাস-জঙ্গিবাদ, ঘুষ-দুর্নীতি কঠোর হস্তে দমন করা, গেইটলক ও সিটিং সার্ভিসের নামে গণপরিবহনে নৈরাজ্য বন্ধ, যাটজট নিরসন ও ট্রাফিক আইন মেনে চলা, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধ কর।
সমাবেশে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাভার উপজেলার সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখার সভাপতি মোঃ আবুল হোসেন, জাহাঙ্গির আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৭/হিমেল