চট্টগ্রামে কোনো মতেই কমছে না সবজির দাম। নিত্য এই পণ্যের দাম এখন আকাশচুম্বি। গত এক মাস ধরেই চট্টগ্রামের কাঁচা বাজারে সবজির মূল্যে আগুন জ্বলছে। সবজির দাম মাছ-মাংসের দামকেও ছাড়িয়ে গেছে। ফলে ক্রেতাদের এখন নাভিশ্বাস অবস্থা।
চট্টগ্রাম নগরেরর রেয়াজুদ্দিন বাজার, চকবাজার, বক্সির হাট, বহদ্দারহাটসহ বিভিন্ন বাজারে খোজ নিয়ে এ তথ্য জানা যায়।
শুক্রবার নগরের বাজারগুলোতে প্রতিকেজি ফুলকপি বিক্রি হয়ে ৮০-৯০ টাকা, শিম ১৬০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, মূলা ৫০, বরবটি ৬০-৭০ টাকা, তিতকরলা ৬০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পটল ৫০, কচুর ছরা ৩০, টমেটো ১২০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, শসা ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা। গত প্রায় এক মাস ধরেই এই মূল্যে বিক্রি হচ্ছে নানা প্রকারের সবজি।
বক্সিহাটের সবজি ক্রেতা আবদুল আলিম বলেন, ‘এখন চলছে শীত মৌসুম। এই শীতকালীন মৌসুমে নতুন নতুন নানা সবজি আসে বাজারে। বর্তমানে বাজারে নানা সবজিও আসছে। অথচ এখন প্রতিটি সবজির দাম আকাশচুম্বি। এ ব্যাপারে কারো কোনো প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের এখন ত্রাহি ত্রাহি অবস্থা।’
বক্সিহাটের সবজি বিক্রতা আনিসুল ইসলাম বলেন, ‘বাজারে প্রয়োজনের তুলনায় সবজির সরবরাহ কম। তাই এখনো সবজির দাম চড়া। তবে আগামী কয়েকদিনের মধ্যে দাম কমার সম্ভাবনা আছে।’
এদিকে, বাজারে সবজির দাম চড়া হলেও কমেছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বাজারে মুরগির দাম কম থাকাতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাছাড়া, গতকাল শুক্রবার চট্টগ্রামের বাজারে মাছের মূল্যও অপরিবর্তিত আছে। আজ বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা (সাইজভেদে), কাতলা মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, চিংড়ি মাছ (বড় ও মাঝারি) ৪০০, ৮০০ ও ১২০০ টাকা, মলা মাছ ১৮০, লইট্টা মাছ ১২০, বাটা মাছ ৪০০ টাকা, কোরাল মাছ ৪০০ টাকা, কই মাছ ৪০০ টাকা ও কেঁচকি মাছ ২০০ টাকা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন