চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ পাচারকারি পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো আবু সৈয়দ (৫৫), মো. আলী হোসেন (৪৫), গিয়াস উদ্দীন (২৬), নুরুল ইসলাম (২৮) ও আবুল কাশেম (৪০)।
শুক্রবার দুপুরের দিকে সরাইপাড়া কাজীর দীঘি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয় বলে জানান অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহম্মেদ।
তিনি বলেন, ছদ্মবেশে উক্ত এলাকার ৩৬৪০ নম্বর হোল্ডিংয়ের জাফর আহমেদের বিল্ডিংয়ের পঞ্চম তলার ১ নম্বর ফ্ল্যাট থেকে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের পাঁচজনকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, তারা একটি শক্তিশালী মাদক পাচার চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের কাজ করে আসছিল। দীর্ঘদিন ধরে গোপন নজরদারির পর পুরো চক্রকে একসঙ্গে গ্রেফতার করতে সম্ভব হয়েছে। তবে এসএম শামসুল কবীর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অবৈধভাবে ইয়াবা বহন ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে পাহাড়তলী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন