রাজধানীর কলাবাগানে থাইমা ত্রিপুরা (১৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত থাইমা খাগড়াছড়ির মোহনছড়ি উপজেলার নুনছড়ি গ্রামের সাধু ত্রিপুরার মেয়ে।
শুক্রবার দিবাগত রাতে সংবাদ পেয়ে কলাবাগানের নর্থ রোডের ৪০ নম্বর বাড়ির ৪র্থ তলা থেকে থাইমা ত্রিপুরার মরদেহ উদ্ধা করা হয়। সে বাড়ির এলিজা খেশার বাসায় গৃহকর্মীর কাজ করতো।
কলাবাগান থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আলহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলিজা খেশার স্বামী প্রবাসী। গৃহকর্ত্রী এক সন্তানসহ থাইমাকে নিয়ে ওই বাসায় থাকতেন।
এসআই আরও জানান, শুক্রবার বিকেলে গৃহকর্মীকে বাসায় রেখে ছেলেকে নিয়ে এলিজা খেশা বাইরে যান। রাত ৮টার দিকে বাসায় ফিরে দরজার তালা খুলে ভিতরে গিয়ে দেখতে পান থাইমা গলায় ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলে আছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর