রাজশাহী মহানগরীর মাহেন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজার একটি চালানসহ প্রাইভেটকার আটক করেছে মতিহার থানা পুলিশ। তবে শুক্রবার রাতের এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
ওসি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাহেন্দ্রা এলাকায় চট্রগ্রাম মেট্রো-ভ-০২-০৮২৬ নম্বরের প্রাইভেট কারটিকে থামার সংকেত দিলে কারটি ফেলে সবাই পালিয়ে যায়। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে ৮৮ কেজি গাঁজাসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ বিষয়ে মতিহার থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম