রাজধানীর উত্তরায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মর্জিনা আক্তার (৩০) নামে এক নারী নিহত এবং তার ৫ বছরের শিশুকন্যা সামিয়া (৫) আহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনার স্বামীর নাম শফিউল্লাহ, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলায়। বর্তমানে উত্তরা আজমপুর কাঁচা বাজার এলাকায় ৩ সন্তানকে নিয়ে থাকতেন তিনি।
জানা যায়, ওই দুর্ঘটনায় মর্জিনা গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মর্জিনার স্বামী শফিউল্লা জানান, ছোট মেয়ে সামিয়াকে স্থানীয় একটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিলেন মর্জিনা। এ সময় উত্তরা ৬ নং সেক্টর ওয়াসা অফিসের সামনে তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয় মর্জিনা ও সামিয়াকে। আহত সামিয়া স্থানীয় একটি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
মেয়ে সামিয়া এখন ভালো আছে বলে জানান শফিউল্লা।
মর্জিনার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/০৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম