রাজধানীর ডেমরায় প্রমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
মৃত প্রমা আক্তার মুন্সীগঞ্জ সদর উপজেলার মো. সোহেল মিয়ার স্ত্রী। তারা দুই সন্তান নিয়ে ডেমরা কোনাপাড়া ইসলাম রোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
মৃত নারীর স্বামী সোহেল জানান, বেশ কয়েকদিন আগে এক প্রতিবেশীর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। ওই ঘটনায় নিরাপত্তার জন্য থানায় একটি জিডি করা হয়। এছাড়া বিভিন্ন কারণে তার স্ত্রী হতাশাগ্রস্ত ছিলো। হয়তো এসব কারণে সে গলায় ফাঁস দিয়ে থাকতে পারে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুছ জানান, প্রমাকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম