রাজধানীর কলাবাগান গ্রিন রোডের একটি বাসা থেকে সোনিয়া আক্তার (১৮) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। সোনিয়া দিনাজপুরের কাহারোল উপজেলার উজিতপুর গ্রামের লালু মিয়ার মেয়ে। তিনি গ্রিন রোডের ৬৪ নম্বর বাসায় মেহেদী হাসানের বাসার গৃহকর্মী ছিলেন।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় খবর পেয়ে গ্রিন রোডের ১৩ তলা ভবনের ১১ তলার একটি ফ্ল্যাট থেকে সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
গৃহকর্তার বরাত দিয়ে তিনি আরও জানান, সোনিয়া এক বছর যাবত ওই বাসাতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বেশ কিছুদিন যাবত সবুজ নামে এক ছেলের সঙ্গে সোনিয়ার প্রেমের সম্পর্ক হয় তার। মোবাইলে প্রায়ই তার সঙ্গে কথা বলতো সোনিয়া। আজ সবুজের কাছে ফোন দিলে একটি মেয়ে ফোন ধরে বলে সে সবুজের স্ত্রী। ধারণা করা হচ্ছে সবুজের বিয়ের কথা শুনে সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে বলেও জানান এসআই মনজুর।
বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান