সাভারে বালু বোঝাই ট্রাক উল্টে রিক্সার যাত্রীসহ ২ জন নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ ভোরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় পৌঁছালে একটি লেগুনাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সাকে ধাক্কা দিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে রিক্সার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে উল্টে যাওয়া ট্রাকটি সড়িয়ে নিলে বালুর নিচে চাপা অবস্থায় আরও একটি মরদেহ উদ্ধার করে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন।
তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর ২০১৭/হিমেল