উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেলে ৬টা পর্যন্ত।
রাজধানীতে কর্মরত সাংবাদিকরা সকাল থেকেই প্রেসক্লাবে চত্বরে হাজির হতে শুরু করেন। সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ।
এবারের নির্বাচনে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আরও ১৭টি পদ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৭৯ জন। এই নির্বাচনে ভোটার সংখ্যা মোট ৩ হাজার ২৩৩ জন।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহেরকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম